চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার এর ৪৫টি উপকারিতা

চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার। চুলের যত্নে কালকেশী পাতা অনেক উপকার রয়েছে। কালোকেশী পাতা একটি কার্যকর উপাদান এতে নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। 

চুলের-যত্নে-কালোকেশী-পাতার-ব্যবহার

আমাদের চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আর্টিকেলটিতে পুরো কালো কিছু পাতা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

 সূচিপত্রঃ চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার

চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার

চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার সম্পর্কে আপনি কি বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি পুরো মনোযোগ সহকারে পড়ুন। চুল স্বাস্থ্যজ্জ্বল, সিল্কি, ঘন ও কালো কেনা রাখতে চাই। বিশেষ করে প্রত্যেকটি মেয়েরই ইচ্ছে থাকে তার চুল যেন স্বাস্থ্যজ্জল, সিল্কি, ঘন ও কালো হয়। বর্তমানে চুল ঝরে যাওয়া খুশকি হওয়া চুলের গ্রোথ না হওয়া এরকম নানা ধরনের জটিলতা এখন আমাদের চুলে সৃষ্টি হয়।

এর জন্য আমরা আপনাদেরকে জানাবো চুলের এই নানা রকমের জটিলতা থেকে কিভাবে বাঁচবেন সেই সম্পর্কে । এই কালোকেশি পাতা ব্যবহার সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমাদের এই পরামর্শ। এই পাতা শুধু চুলের যত্নেই নয় এই কালোকেশী পাতার নানা ঔষধি গুনাগুন রয়েছে। 

আপনারা আপনাদের চুলে কালকেশী পাতা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক ভালো থাকবে। আপনারা এখন চুল ঝরে যাওয়া এর সমস্যায় কম বেশি ভুগছেন। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য বাজার থেকে বিভিন্ন রকমের তেল হেয়ার প্যাক ব্যবহার করে থাকেন। যেটি ব্যবহার করলে তেমন কোনো উপকারী পাওয়া যায় না। আপনারা যদি চান তাহলে বাইরের প্রোডাক্ট না ব্যবহার করে ঘরে বসে প্রাকৃতিক নিয়মে আপনার চুলের যত্ন নিতে পারবেন।

কালোকেশী পাতা ৪৫ টি উপকারিতা 

কালকেশী পাতার 45 টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো। প্রত্যেকটি জিনিসেরই যেমন উপকার রয়েছে ঠিক সেই রকমই তার অপকারিতা রয়েছে। আমাদের সৌন্দর্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে তাই বিশেষ করে আমাদের চুলের প্রতি যত্ন নেওয়া দরকার। আলোকেশী পাতার অনেক উপকারিতা রয়েছে এজন্য এই পাতা ছেলে মেয়ে উভয়ই বেটে রস করে মাথায় দিতে পারবেন। 

কালোকেশী পাতার উপকারিতা 

১। কালোকেশী পাতার রস ব্যবহারের ফলে আপনার চুল স্বাস্থ্য উজ্জ্বল হবে।

২। কালোকেশি পাতা আপনি যদি প্রতি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক ঘন হবে।

৩। এছাড়াও আপনার মাথায় খুশকি থাকলে সেই খুশকি দূর করতে সাহায্য করবে এই পাতা। 

৪। এই পাতা আপনার চুল সিল্কি ও মসৃণ করতে সাহায্য করবে। 

৫। আপনার চুল ঝরে যাওয়া থেকে প্রতিরোধ করবে এবং চুল অনেক সুন্দর হবে।

৬। কালোকেশী পাতা আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুলকে প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

৭। আপনার চুলের রঙ ধরে রাখতে সাহায্য করবে এই কালোকেশি পাতা।

৮। এছাড়াও আপনার চুল ও মাথার ত্বককে হাইড্রেট রাখবে।

৯। এই কালোকেশী পাতা আমাদের চুলে প্রাকৃতিকভাবে পুষ্টি যোগান  দিয়ে থাকে।

১০।  কালোকেশী পাতা বেটে পেস্ট করে ব্যবহার করলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। 

১১। আপনারা যদি কালকেশী পাতা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুল রুক্ষ ও শুষ্কতা থেকে বাঁচাতে সাহায্য করবে।

১২। এছাড়াও এই পাতা যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে অনেক সাহায্য করে থাকে।

১৩। এই পাতা চুলের আগা ফেটে যাওয়া প্রতিরোধ করে চুলের আগা শক্তিশালী করে তোলে।

১৪। কালোকেশী পাতা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার চুলের গোড়া অনেক মজবুত করতে সহায়তা করবে এবং চুল পড়া বন্ধ হবে।

১৫। এছাড়া আপনি কালোকেশী পাতা এবং নারিকেল তেল একসঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে সেটি মাথায় ব্যবহার করতে পারেন এটি আপনার মাথাকে অনেক ঠান্ডা রাখবে। এবং মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে।

১৬। এছাড়াও কালোকেশী পাতা আপনি যদি খান তাহলে আপনার কৃমির সমস্যা দূর করতে সহায়তা করবে। 

১৭। এছাড়াও আপনার শরীরের কোন অংশে যদি কেটে যায় এবং রক্ত পড়া না বন্ধ হয় তাহলে আপনি সেখানে কালকেশী পাতা পেস্ট বানিয়ে লাগিয়ে দিতে পারেন এবং রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।

১৮। কালোকেশী এর ফল, ফুল, পাতা যদি পেস্ট করে আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুল লম্বা ও ঘন করতে সাহায্য করবে। 

২০। এছাড়াও আপনি কালোকেশী পাতা যদি নিয়মিত রস করে খান তাহলে আপনার ডায়াবেটিস কমাতেও সাহায্য করে থাকে।

২১। কালোকেশী পাতাতেই রয়েছে এন্টি-ইনফ্লামেটরি যা আপনার মাথার ত্বকের প্রদাহ কমিয়ে থাকে।

২২। আপনি নিয়মিত যদি কালোকেশী এর রস পান করেন তাহলে আপনার ব্লাড সুগার এর লেভেল। কমাতে সহায়তা করে। 

২৩। এই পাতার রস নিয়মিত পান করার ফলে আপনার লিভার হেক্রোকিনেজ এর কার্যকরিতা বাড়ায় এবং আপনার লিভার সুস্থ রাখতে সাহায্য করে।

২৪। এছাড়াও কালোকেশী পাতা আমাদের লিভারের সুরক্ষা দিতে অনেক সাহায্য করে থাকে।

২৫। কালোকেশী পাতায় রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য এন্টিমাইক্রোবিয়াল। এ বিশেষ বৈশিষ্ট্য মূত্রনালির সংক্রমনের চিকিৎসা করতে অনেক সাহায্য করে থাকে।

২৬। কালোকেশী পাতা নিয়মিত ব্যবহারের ফলে আপনাকে আরামদায়ক অনুভূতি দিবে। 

২৭। আপনার যদি মাথাব্যথা থাকে তাহলে এই কালো কেসি গাছের তেল মাথায় মালিশ করলে আপনার মাথা ব্যথা কমাতে সাহায্য করবে।

২৮। জন্ডিস, লিভার অ্যাবসেস, লিভারের প্রদাহ এই সকল অসুস্থতা থেকে বাঁচতে আপনাকে এই কালকেশী পাতা অনেক সাহায্য করবে যদি আপনি নিয়মিত এটি খান।

২৯।  এবং চুল দ্রুত বাড়তেও অনেক সাহায্য করে থাকে এই কালকেশী পাতার পেস্ট।

৩০। চুলের রাসায়নিক ডাইয়ের ক্ষতি কমিয়ে আপনার চুল অনেক সাস্থ্যউজ্জল করে তুলে।

৩১। চুল অকালে পাক া যাওয়া থেকে বাঁচাতে অনেক সাহায্য করে।

৩২। আপনার মাথার স্কেলপে যদি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে এই এলার্জি থেকেও বাঁচাতে আপনাকে অনেক সাহায্য করবে এই কালোকেশী পাতার পেস্ট। 

৩৩। এই কালোকেশী পাতা আপনার চুলের রং প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে এবং এই রং বহুদিন ধরে রাখে।

৩৪। এই পাতা আপনার চুলের ইলাস্টিসিটি বাড়াতে অনেক সাহায্য করে।

৩৫। কালোকেশী পাতা আপনি যদি নিয়মিত ব্যবহার করে তাহলে আপনার চুলের পানি ধারণক্ষমতা অনেক বেড়াইতে সাহায্য করবে।

৩৬। আপনি যদি প্রতিদিন মাসে চার থেকে পাঁচ বার ব্যবহার করেন তাহলে আপনার চুলের স্বাস্থ্য রক্ষা করবে।

৩৭।আপনার চুল যদি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায় তাহলে এ ভেঙে পড়ে যাওয়ার হাত থেকে মুক্তি পেতে কালোকেশিপাতা ব্যবহার করতে পারেন।

৩৮। আপনার মাথার স্ক্যাল্বকে সংক্রমণ থেকে প্রতিরোধ করে।

৩৯। পাতা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার মাথায় অনেক নতুন নতুন চুল গজাবে।

৪০। আপনার চুলের পুষ্টি শোষণ ক্ষমতা অনেক বাড়িয়ে থাকবে এই কালোকেশী পাতা আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করেন তবে।

৪১। এছাড়াও আপনার চলে যদি অতিরিক্ত জট সৃষ্টি হয় তাহলে এই কালোকেশী পাতা আপনি ব্যবহার করতে পারেন। যা আপনার চুলকে চিল্কি ও মসৃণ করবে এবং জট কমিয়ে আনবে।

৪২। আবার আপনার চুলকে সূর্যের ক্ষতিকর রোশনি থেকে বাঁচাতে অনেক সাহায্য করবে এই কালোকেশী পাতা। 

৪৩। নিয়মিত ব্যবহারের ফলে চুলের টেক্সচার অনেক উন্নত করে কালকেশী পাতা।

৪৪। কালোকেশী পাতার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়ার হার অনেক কমিয়ে আনবে।

৪৫। কালকেশী পাতা ব্যবহারের ফলে আপনার মাথার স্কেলবে পেয়ে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।

চুলের-যত্নে-কালোকেশী-পাতার-ব্যবহার

কালোকেশী পাতার 45 টি অপকারিতা

কালকেশী পাতার ৪৫টি অপকারিতা, সম্পর্কে এখন আমরা আপনাদের বিস্তারিত জানাবো। প্রত্যেকটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে ঠিক তার বিক্রিয়া রয়েছে। তাই কোন কিছু ব্যবহার আগে আমাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত। যে আপনি যেই প্রোডাক্ট ব্যবহার করছেন তার উপকারিতা গুলো কি কি এবং অপকারিতা গুলো কি কি সেই সম্পর্কে। তাহলে তো আপনারা উপরে জেনেছেন উপকারিতা সম্পর্কে বিস্তারিত তবে এখন আসুন অপকারিতা গুলো জেনে নেওয়া যাক।

অপকারিতা

  1. এই কালোকেশি পাতা শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। কারণ এটি যদি শিশুরা মুখে দিয়ে ফেলে তাহলে জ্বালাপোড়া হতে পারে।
  2. কালোকেশী পাতার পেস্ট তৈরি করলে একটি দুর্গন্ধ সৃষ্টি হয় যা আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে আপনার বমি হতে পারে।
  3. আপনার মাথার স্কেলবে যদি সংক্রমণ থাকে তাহলে এই কালকেশী তেল আপনি ব্যবহার করবেন না এতে অনেক ক্ষতি করতে পারে, আপনার সংক্রমণ আরো বেড়ে যেতে পারে।
  4.  আবার আপনার চুলের যদি কালার করা থাকে তাহলে এই কালকেশী পাতা আপনার চুলের কালার পরিবর্তন করে দিতে পারে।
  5. আবার কালোকেশী পাতার পেস্ট ব্যবহার করতে গিয়ে যদি চোখে পড়ে যায় তাহলে আপনার চোখে জ্বালাপোড়া হতে পারে।
  6. আবার আপনি যদি গর্ভবতী হন তাহলে এই কালকেশী পাতা ব্যবহারের ফলে আপনার এলার্জির সমস্যা দেখা দিতে পারে।
  7. আপনার চুল যদি অতিরিক্ত শুষ্ক হয় এবং কালকেশী এর তেল মাথায় অতিরিক্ত ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক ভারি মনে হতে পারে।
  8. এছাড়া আপনি যদি ত্বকে ব্যবহার করেন আপনার ফেসে বা ত্বকে ব্রণ সৃষ্টি হতে পারে।
  9. আবার অতিরিক্ত ব্যবহার করেন যদি তাহলে আপনার স্কেলবের p h নষ্ট হয়ে যেতে পারে।
  10. অতিরিক্ত তৈলাক্ত হতে পারে আপনার চুল এইকালোকেশী পাতা পেস্ট করে ব্যবহারের ফলে।
  11. এছাড়া মাথার স্কেলপে চুলকানি সৃষ্টি হতে পারে।
  12. কালোকেশী এর তেল অতিরিক্ত ব্যবহার করলে চুলের গোড়া নষ্ট হয়ে যেতে পারে।
  13. এছাড়া কালো কেশি যদি আপনি ত্বকে ব্যবহার করেন তাহলে আপনার তাকে এলার্জি সমস্যা ও দেখা দিতে পারে। 
  14. আবার কালোকেশী এর ব্যবহারের ফলে ফুসকুড়ি দেখা দিতে পারে আপনার ত্বকে।
  15. কালকেশী এর গরম তেল যদি আপনি আপনার মাথায় ব্যবহার করেন তাহলে আপনার মাথার স্কেলপ পুড়ে যেতে পারে।
  16. আপনি যদি ভালোভাবে কালোকেশী এর তেল করতে না জানেন তাহলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে
  17. এবং এই গুণগত মান নষ্ট হয়ে গেলে আপনি আপনার চুলের কোন উপকার পাবেন না এর বিপরীত হতে পারে।
  18. আবার আপনি কালোকেশী এর তেল যদি রসায়নিক মিশ্রিত করে তৈরি করেন তাহলে আপনার চুলের ক্ষতি হবে। 
  19. এছাড়াও আপনার চুলের ঘনত্ব কমিয়ে ফেলতে পারে।
  20. আবার অতিরিক্ত খুশকি সৃষ্টি হতে পারে।
  21. আপনি যদি অতিরিক্ত কালোকেশী এর তেল ব্যবহার করেন তাহলে আপনার চুল চিটচিটে ভাব হতে পারে।
  22. তাছাড়াও আপনি যদি অতিরিক্ত সময় ধরে তেল লাগিয়ে রাখেন তাহলে আপনার মাথার স্কেলবে ময়লা জমতে পারে।
  23. এই পাতার পেস্ট ব্যবহারের ফলে আপনার মাথার স্কেলপে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে।
  24. সংবেদনশীলতায় আপনার মাথার ত্বকে থাকার কারণে চুল পড়া বেড়ে যেতে পারে।
  25. আপনি যদি চুলের রং করে থাকেন তাহলে আপনার রংয়ের স্থায়িত্ব কমে যেতে পারে কালো কেশি পাতা কিংবা এর তেল ব্যবহারের ফলে।
  26. এর তেল যদি আপনি মাথায় দীর্ঘ সময় ধরে দিয়ে রাখেন তাহলে আপনার চুল দুর্বল হয়ে যেতে পারে।
  27. এই পাতার পেস্ট যদি আপনার চোখের ভেতরে প্রবেশ করে এবং সেটি অনেক সময় ধরে থাকে তাহলে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে। 
  28. পাতলা চুলে যদি এই তেল লাগান তাহলে চুল আরো পাতলা দেখাতে পারে
  29. অনেক চুলে ও মাথার স্কেলবে সংক্রমণ সৃষ্টি হতে পারে।
  30. আবার এই কালোকেশী পাতার পেস্ট তোকে ব্যবহার করে তাহলে অনেক সময় সংক্রমণ দেখা দিতে পারে
  31. এছাড়া এই তেল যদি আপনি গরম গরম মাথার স্কেল পেয়ে ব্যবহার করেন তাহলে আপনার মাথার স্কেলকে ফোসকা পড়ে যেতে পারে।
  32. চুল উঠে যেতে পারে এবং চুল অনেক পাতলা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
  33. আমাদের চুলে প্রাকৃতিকভাবে যে তেল উৎপাদন হয় এই তেল উৎপাদন হতে বাধা দিতে পারে।
  34. এই পাতা তেল ও পেস্ট ব্যবহারের ফলে আপনার মাথার স্কেলপে দীর্ঘ মেয়াদে রুমকূপ তৈরি বন্ধ করে দিতে পারে।
  35. এছাড়া আপনার চুল দীর্ঘমেয়াদে দুর্বল করে দিতে পারে
  36. আপনি যদি কোন নির্দিষ্ট ওষুধ সেবন করে থাকেন তাহলে সেই ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে।
  37. আপনার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা কমিয়ে ফেলতে পারে। 
  38. সংরক্ষিত তেল অনেকদিন হয়ে গেলে সে দিল থেকে দুর্গন্ধ আসতে পারে।
  39. আপনার মাথার স্কেলপে ধুলাবালি ও ব্যাকটেরিয়া আটকে যেতে পারে এই তেল ব্যবহারের ফলে।
  40. অন্য চুলের পণ্য যদি আপনার চুলে ব্যবহার করেন তাহলে এর প্রতিক্রিয়া হতে পারে।
  41. এছাড়া আপনি যদি এই পেস্ট ব্যবহার করে অনেকক্ষণ রেখে দেন তাহলে আপনার চুলের শুষ্কতা হেরে যেতে পারে
  42. কালোকেশী এর তেল ব্যবহার ফলে আপনার ছেলে সুস্থতা কমে যেতে পারে।
  43. অতিরিক্ত গরম পড়ছে এই রকম সময় যদি আপনি কালকে শিয়ার তেল ব্যবহার করেন তাহলে অতিরিক্ত ঘাম হতে পারে।
  44. কালোকেশী পাতার পেস্ট ব্যবহারের ফলে অনেক সময় এটি ত্বকের প্রদাহ বাড়িয়ে দেয়
  45. কালোকেশী পাতার পেস্ট ব্যবহারের পর অনেকক্ষণ সময় যদি মাথায় রেখে দেন এবং শ্যাম্পু না করেন তাহলে আপনার চুল ঝরে যাবে ও পাতলা হয়ে যাবে।

কালোকেশী পাতার তেল তৈরি ও ব্যবহারের নিয়ম

কালোকেশী পাতার তেল তৈরি ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এতক্ষন ওপরে প্যারাগুলোতে আপনারা চুলের যত্নে ।কালোকেশী পাতার ৪৫টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। যদি উপরের অংশগুলো না পড়ে সরাসরি এই প্যারাতে চলে আসেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই আপনার পরামর্শ থাকবে উপরের অংশগুলো প্রথমে পড়ে আসেন।

আমাদের চুলের যত্ন নেওয়ার জন্য কালোকেশী পাতার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই কালোকেশী পাতা দিয়ে কিভাবে তেল বানাবেন চলুন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। কালকেশী পাতার তেল তৈরির জন্য আপনাকে প্রথমে কয়েকটি এর পাতা, এবং আপনি যে তেল ব্যবহার করেন সেই তেল অথবা খাঁটি নারিকেল এর তেল, পেঁয়াজ, মেথি, ও কিছু মেহেদী পাতা একসঙ্গে নিয়ে সেটিকে ভালোমতো ফুটিয়ে জাল করে নিতে হবে।

তাহলে খুব সহজ নিয়মেই  কালোকেশী পাতার তেল তৈরি হয়ে যাবে। এবং এই তেল ব্যবহার আপনি যেভাবে করবেন সেটি হল এই তেল আপনার মাথার স্কেল বা চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন ও পুরো চুলে দিতে পারবেন। এবং আপনি যদি চান তাহলে গোসলের এক থেকে দুই ঘন্টা আগে কিংবা রাত্রে ঘুমানো আগে চুলে লাগিয়ে ঘুমাতে পারেন এবং সকালে উঠে মাথা শ্যাম্পু করে নিতে হবে।

এছাড়াও কালো কৃষি পাতার তেল আর একরকম ভাবে তৈরি করা যায় চলুন সেটি সম্পর্কে জেনে নিন। এজন্য আপনি প্রথমে কিছু কালোকেশীর পাতা আর যদি কালো কিসের পাতা না পান তাহলে এর গুরু দোকান থেকে কিনে নিতে পারেন। এক চা চামচ মত এই পাতার গুড়ো, এক কাপ মাত্র নারিকেল তেল, চার-পাঁচটি মতো জবা ফুল, দুই তিন চামচ মেথি নিয়ে নিন।

এরপর এগুলো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি পাতিলে এগুলো ভালো করে ফুটিয়ে জাল করুন, চার থেকে পাঁচ মিনিট ফুটালেই জাল হয়ে যাবে। এটি ঠান্ডা হওয়ার পর একটি কাঁচের জারে ছাকনা দিয়ে ভালোভাবে ছেঁকে রেখে দিন। এবং এটি অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এভাবে আপনি ব্যবহার করতে পারেন।

কালোকেশীর পাতা কিভাবে ব্যবহার করবেন

কালোকেশী পাতা কিভাবে ব্যবহার করবেন চলুন সেই সম্পর্কে আলোচনা করা যাক। কালোকেশী এর পাতা নানা রকম ভাবে ব্যবহার করা যায়। এটি তেল বানিয়ে আবার পেস্ট করে ব্যবহার করা যায়। তেল কিভাবে বানাবেন সেই সম্পর্কে তো ওপরে আলোচনা করেছি এবার পেস্ট সম্পর্কে আলোচনা করা যাক। কালোকেশী পাতার পেস্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে উপকরণগুলো নিতে হবে।

এজন্য প্রথমে আপনাকে কালো কেসি পাতা, জবা ফুল, মেথি, পেঁয়াজ, মেহেদি পাতা নিতে পারে। আর যাদের মেহেদি পাতায় এলার্জি আছে তারা স্কিপ করতে পারেন। এই উপকরণগুলো আপনি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাটায় পিসে নিবেন। এরপর যদি আপনি চান তাহলে এর সঙ্গে একটি ডিম ভেঙ্গে মিশিয়ে নিতে পারেন। ডিম ও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী।

ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এটি আপনি আপনার চুলে ও মাথার স্কেলপে ভালোভাবে দিয়ে নিন। এটি দেয়ার পর এক ঘন্টা মত রাখুন মাথায়। এক ঘন্টা হয়ে গেলে এবার আপনি ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করে গোসল করে নিন।

ঘরোয়া পদ্ধতিতে কালোকেশী পাতা ব্যবহারের নিয়ম

ঘরোয়া পদ্ধতিতে কালো বেশি পাতা ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এখন বর্তমানে কালোকেশী পাতার নানা রকমের প্যাক বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু এর চেয়েও ভালো যদি আপনি বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন। কালোকেশী পাতা যেহেতু একটি প্রাকৃতিক উপাদান। এর জন্য এটি বাড়িতে তৈরি করে ব্যবহার করাটাই সব থেকে বেশি ভালো। আপনি যদি চান তাহলে এই পাতা শুকিয়ে গুড়ো করে রেখে দিতে পারেন। 

এবং যখন প্রয়োজন হবে তখন এই গুড়ো ব্যবহার করতে পারবেন। এবং এগুলো প্যাক বানিয়ে কিংবা ছেলের সঙ্গে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি কিছু কালোকেশী এর পাতা নিয়ে সেটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং পরিষ্কার করা হয়ে গেলে সেটি আপনি ভালো করে বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে মিশ্রণ নিতে পারেন।এটি ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেলে এবার আপনি এক কাপ নারিকেল তেল এর মধ্যে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। 

এবার এটি একটি কাঁচের বয়োমে রেখে দিন এভাবে এটি বাইরে এক মাস মত সংরক্ষণ করতে পারবেন। এর চেয়ে বেশি সংরক্ষণ করতে চাইলে এটি ফ্রিজে রাখতে পারেন। এবং এটি যখন আপনি ব্যবহার করবেন ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। এবং ব্যবহার করার পর আধাঘন্টা কিংবা এক ঘন্টা পর শ্যাম্পু করে নিতে হবে। এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক স্বাস্থ্যের ও সিল্কি হবে।

কালোকেশী ব্যবহারে যেসব উপকার পাওয়া যায়

কালোকেশী ব্যবহারে যেসব উপকার পাওয়া যায় সেগুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কালোকেশী এর আরেকটি নাম রয়েছে। কালকেশী এর আরেকটি নাম হলো কেসরাজ। প্রাচীনকাল থেকেই এই কালোকেশী পাতা চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালে যখন তেমন কোন কিছুই পাওয়া যেত না চুলের যত্ন নেওয়ার জন্য তখন থেকেই মানুষ এই কালোকেশী সেই পাতা ব্যবহার করে আসছেন। 

কালোকেশী পাতা ব্যবহারের অনেক উপকার রয়েছে। কালোকেশী পাতা ব্যবহার করলে আমাদের চুল সুন্দর, স্বাস্থ্যজ্জ্বল, মসৃণ, সিল্কি, ঘন ও কালো হয়ে থাকে। এই কালোকেশী পাতাতে অনেক পুষ্টিগুণ রয়েছে। যে সকল পুষ্টিগুণ আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে ও চুল দ্রুত বৃদ্ধি করে থাকে। আমরা বাজার থেকে যেসব প্যাকগুলো নিয়ে এসে আমাদের চুলের জন্য ব্যবহার করি। সেগুলো কেমিক্যাল যুক্ত থাকে। 

এই কেমিক্যাল যুক্ত প্যাক আমাদের চুলের জন্য দীর্ঘমেয়াদি কোন সমাধান দিতে পারে না। এতে বরং আমাদের চুলের অনেক ক্ষতি হয়ে যায় যা আমরা বুঝতে পারি না। তাই চুলের যত্নের জন্য কালোকেশী পাতার ব্যবহার নিয়মিত করা আমাদের উচিত। এতে করে আপনাদের চুল পড়া কমে যাবে। চুল অনেক ঘন হবে। চুলের আগা ফাটা রোধ করবে ও চুল অনেক ঝলমলে করবে।

কালোকেশী গাছের ঔষধি গুনাগুন

কালোকেশী গাছের ঔষধি গুনাগুন অনেক রয়েছে। কালো কেশী গাছ যেমন আমাদের চুলের জন্য অনেক উপকারী। ঠিক সেভাবে আমাদের নানা ধরনের অসুখ সারাতেও অনেক রকম ভাবে সাহায্য করে থাকে। এই গাছের সবকিছুই উপকারে আসে। কালকেশী গাছে অনেক উপকরণে ভরপুর রয়েছে। এই গাছকে চাইলে আপনারা আয়ুর্বেদিক ঔষধ হিসেবেও পরিচিত দিতে পারেন।

প্রাচীনকালে অনেক বেশি ডাক্তার ছিল না অনেক ওষুধও ছিল না। তখন মানুষ বিভিন্ন কবিরাজ বা গাছগাছালি এর রস তৈরি করে সেটি খেয়ে অসুখ ভালো করতো। কালকেশী গাছের ফল, ফুল, পাতা, শেকর সবকিছুই ঔষধি কাজে ব্যবহার করা হতো। কালোকেশী পাতা কৃমি ভালো হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও আপনার কোথাও যদি কেটে যায় এবং সে কাটা জায়গাতে যদি আপনি কালকেশী এর পাতার রস করে সেখানে লাগন। 

তাহলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে এবং বিশেষ করে পেট এর অসুখে অনেক গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। কালকেশী পাতার রস খেলে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস কমাতে সাহায্য করে। কালকে সি পাতার রস যদি আপনি খান তাহলে আপনার শর্করার পরিমাণ কমাতে অনেক সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন ক্ষত স্থানে যদি আপনি কালোকেশী পাতার রস দেন নিয়মিত তাহলে খুব তাড়াতাড়ি সে ক্ষতস্থান ভালো হয়ে যাবে।

কালোকেশী পাতা খুশকি দূর করতে কতটুকু কাজ করে 

কালোকেশী পাতা খুশকি দূর করতে কতটুকু কাজ করে সেই সম্পর্কে এ প্যারাতে আমরা আলোচনা করব। কালোকেশী পাতা একটি প্রাকৃতিক উপাদান। তাই এটি নানা রকমের উপকরণ রয়েছে। মানুষের সৌন্দর্যের অন্যতম কারণ হচ্ছে তার চুল। কারণ একটা মানুষের দিকে তাকালে প্রথমে তার চুলের দিকে নজর পড়ে এবং যদি চুল ভালো হয় তাহলে সেই মানুষটি দেখতে তত বেশি ভালো লাগে। আবার এই চুল যদি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

আমাদের চুল যদি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাহলে আমাদের অনেক টেনশন বা চিন্তা হয়। আর এই চিন্তার কারণে আপনারা হয়তো বাজার থেকে নানা ধরনের প্রোডাক্ট নিয়ে এসে ব্যবহার করেন। এতে তেমন কোনো ফলাফল পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় তাহলে যখন ব্যবহার করেন তখন হয়তো খুশকি দূর হয়ে যায় আবার ব্যবহার করা বাদ দিলেই আবার খুশকি হয়ে যায়।

আপনারা দেখবেন গ্রামের মেয়েদের অনেক বড় বড় চুল হয় বিশেষ করে। কারণ গ্রামের মেয়েরা প্রাকৃতিক উপাদান চুলে বেশি ব্যবহার করে থাকে যার ফলে চুল অনেক ভালো হয়। আর আপনিও যদি নিয়মিত কালকেশী পাতা ব্যবহার করেন তাহলে আপনার মাথায়ও খুশকি চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার চুল সিল্কি ও সাইনি দেখাবে। 

চুলের-যত্নে-কালোকেশী-পাতার-ব্যবহার


মন্তব্যঃ চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার

চুলের যত্নে কালোকেশী পাতার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ওপরের প্যারাগুলোতে।আপনি যদি উপরের প্যারাগুলা না পড়ে সরাসরি এখানে আসেন তাহলে আপনি তেমন কিছুই বুঝতে পারবেন না। তাই আমার পরামর্শ যে আপনি প্রথমে উপরের পেয়ারা গুলো পড়ে আসুন। এতক্ষণে নিশ্চয়ই আপনি চুলের যত্নে কালকেশী পাতার ব্যবহার কতটুকু সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাদের যদি কোন চুলের সমস্যা থাকে তাহলে কালোকেশী পাতা ব্যবহার করতে পারেন। এবং এই পাতা ব্যবহার করে যদি আপনি উপকৃত হন তাহলে এই আর্টিকেলটি আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে আমি বলতে চাই এই আর্টিকেল এর ভেতরে যদি তেমন কোন সমস্যা দেখতে পান তাহলে মন্তব্য করে জানাবেন। আজ এখানেই শেষ করছি পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঊর্মি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url