ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ১০ টি উপায়
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ১০ টি উপায় সম্পর্কে জানতে চান। এজন্য আগে আপনাদের জানতে হবে Instagram ক্রাশ হয়েছে কেন। এখন বর্তমানে আমাদের এটিও জনপ্রিয় যোগাযোগের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে Instagram.
একটি চিন্তার বিষয় বিরক্তি কর এবং সময় নষ্ট। তবে আপনি খুব সহজেই এই সমস্যার সমাধান পেতে পারেন যদি আপনার ধারণা থাকে ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ১০ টি উপায় সম্পর্কে, এবংঅনুযায়ী ধাপে ধাপে ধাপে সেটিং করেন তাহলে।
পেজ সূচিপত্রঃ Instagram ক্রাশ ঠিক করার ১০ টি উপায়
- ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করবেন কিভাবে
- কেন ইনস্টাগ্রাম বারবার ক্রাশ হয় এর মূল কারণ জানুন
- Instagram কি ঠিক হয়ে যায় মোবাইল রিসোর্ট দিলে
- Instagram ক্রাশ সমস্যা সমাধান করার উপায়
- সহজ উপায়ে ক্লিয়ার করুন ইনস্টাগ্রাম ক্রাশ
- Instagram স্লো চলার কারণ ও সমাধান
- ইনস্টাগ্রাম পারফরমেন্স করার উপায়
- অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম এর ক্রাশ ক্লিয়ার করার উপায়
- ইনস্টাগ্রাম পারফরমেন্স করার উপায়
- Instagram হ্যাং করার সমাধান জেনে নিন
- ইনস্টাগ্রাম হ্যাং করার সমাধান জেনে নিন
- লেখকের শেষ কথাঃ ইনস্টাগ্রাম এর ক্রাশ ঠিক করার 10 টি উপায়
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করবেন কিভাবে
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার কিছু নিয়ম রয়েছে। তবে এর আগে আপনাকে জানতে হবে আপনার ইনস্টাগ্রাম কিভাবে ক্রাশ হয়েছে। ক্রাশ বলতে বোঝানো হয়েছে যখন হঠাৎ করে ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায় এরপর আর খোলা যায় না কিংবা খোলা গেলেও মোবাইল হ্যাং করে। এমন একটি সমস্যা এটি এখানে ব্যবহারকারী অ্যাপ চালু করার পর কিছুক্ষণ সময় সেকেন্ড বা মিনিটের মধ্যে এটি হ্যাং করে এবং নিজে নিজেই বন্ধ হয়ে যায়।
এবার আসুন ইনস্টাগ্রাম কিভাবে ক্রাশ হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রাশ
হলে ইনস্টাগ্রাম অ্যাপ খোলার পর লোডিং স্কিনে আটকে যায় কিংবা অ্যাপ খুলতেই হঠাৎ
করে স্ক্রিন কালো হয়ে যেতে পারে। এছাড়াও ফ্রিজ হয়ে যাবেন কোন কিছু পোস্ট করতে
গেলে, কোন পোস্টে লাইক কমেন্ট করা যাবে না, এবং আপনি যদি স্টোরিতে ঢুকেন
তাহলে হ্যাং হয়ে বন্ধ হয়ে যাবে, এপ রিস্টোর দেখাবে যদি নোটিফিকেশনে ক্লিক
করেন।
আরো পড়ুনঃ প্রতিদিন ৫০০ টাকা আয় করার ১৫টি উপায়
ইনস্টাগ্রাম যদি ক্রাশ হয়ে যায় তাহলে একটি পুরো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না। আপনি যদি কিছু নির্দিষ্ট সেটিংস সমূহ ও ধাপ পার করতে পারেন তাহলে এটি থেকে আপনি পরিত্রাণ পাবেন। এবার আসুন তাহলে তাহলে দেখা যাক আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্টে এই সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসবেন।তাই হঠাৎ করে যদি ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয় তাহলে বিচলিত হওয়াটাই স্বাভাবিক।
ইনস্টাগ্রাম অনেক সময় হঠাৎ করে ক্রাশ করে থাকে, আর এই Instagram ক্রাশ করার
অনেকগুলো কারণ রয়েছে। আপনারা কি সে কারণগুলো সম্পর্কে জানেন যদি না জেনে থাকেন
তাহলে বিস্তারিত এ কনটেন্টটি পড়েন। কোন কোন কারণে Instagram ক্রাশ করে সম্পর্কে
চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আপনার ডিভাইসে অনেক পরিমাণ রিলস কিংবা ভিডিও দেখে
থাকেন অনেক সময় এই কারণে Instagram ক্রাশ হতে পারে।
এছাড়াও আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিতে যদি অতিরিক্ত পরিমাণে পোস্ট পাবলিশ কিংবা ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রেও Instagram ক্রাশ করতে পারে। আবার একজনের প্রোফাইল যদি বার বার দেখেন আপনি সে কারণবশত Instagram ক্রাশ করতে পারে। আপনি আপনার লোকেশন ইনস্টাগ্রামে গিয়ে যদি ভিন্ন ভিন্ন জায়গায় শেয়ার করেন।
এই ক্ষেত্রেও আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ক্রাশ করতে পারে। এবার আশা করি ভালোভাবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন কারণে Instagram ক্রাশ হয়। তাই আমার পরামর্শ যে আপনি যদি এসব কারণগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ক্রাশ করার কোন সম্ভাবনা থাকবে না।
আর আপনি ওপরের কারণ বা স্টেপগুলো যদি ফলো করে চলতে পারেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি কখনো ক্রাশ করবে না। আর কখনো যদি আপনার Instagram app ক্রাশ করে তাহলে কিভাবে ঠিক করবেন সেই বিষয়গুলো আরো বিস্তারিত নিম্নে দেওয়া হলো। তাই আপনার Instagram ক্র্যাশ ঠিক করার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
কেন ইনস্টাগ্রাম বারবার ক্রাশ হয় এর মূল কারণ জানুন
ইনস্টাগ্রামে এখন সবকিছু রয়েছে যেমন ভিডিও, ছবি, কিংবা বার্তা। এজন্য অন্যান্য প্ল্যাটফর্মের মতোই ইনস্টাগ্রামও একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই প্লাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এজন্য এই প্লাটফর্মে আপনি যদি কিছু সেটিং জেনে থাকেন তাহলে ক্রাশ হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবেন।
তবে এটি যদি ক্রাশ করে বা একটি ব্যবহার করে বন্ধ হয়ে যায় তাহলে মনে হয় পুরো
পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ক্রাশ হওয়ার সাধারণ ও
টেকনিক্যাল কারণ ও থাকতে পারে। আর এই কারণগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে সমাধান
আরো সহজ হয়ে যাবে। তাহলে চলুন কারণ গুলো কি কি জানি নেয়া যাক।
একভাবে সকল অ্যাপ গুলো চলতে পারেনা যদি আপনার ডিভাইস ফুল হয়ে যায় কিংবা মোবাইল স্টোরেজ অথবা মেমোরি স্টোর যদি একেবারে ভর্তি হয়ে থাকে তাহলে। যদি অ্যাপ এর পুরাতন ভার্সন ব্যবহার করেন এবং যদি নতুন ভার্সন আসে তাহলে অনেক সময় আপডেট দিতে ভুলে যান আপনারা। মোবাইল অ্যাপ ব্যবহারের সময় যদি আপনার ডাটা বা অ্যাপ ক্যাশ ব্যবহারের সময় কিছু অনির্দিষ্ট ফাইল তৈরি হয় যেগুলো আপনারা ডিলিট করতে ভুলে যান।
আর এই অর নির্দিষ্ট ফাইল ডিলিট না করার কারণে বেশি বেশি ক্যাশ জমে Instagram কাজ
করা বন্ধ করে দেয়। ফোনের এস যদি আপডেট না থাকে এবং অপারেটিং সিস্টেম যদি
আপডেট না থাকে তাহলে Instagram এর নতুন ভার্সন নতুন করে না। অনেক সময় নেটওয়ার্ক
ইসু এর কারণে ভিপিএন ব্যবহার করলে দেখা যায় ওয়াইফাই বা নেটওয়ার্ক ঠিকঠাক ভাবে
কাজ করে না।
আবার অনেকগুলো অ্যাপ কোন একটি ফোনে চালু রাখলে, অন্য কোন অ্যাপের সঙ্গে কনফ্লিট
তৈরি হলে বা টেকনিক্যাল কারণে কমপ্লিট তৈরি হতে দেখা যায়। এর সব ধরনের সমস্যা
তৈরি হওয়ার কারণে আপনার Instagram app ক্রাশ করতে পারে। আপনি যদি
ইনস্টাগ্রাম কে প্রয়োজনীয় পারমিশন দিয়ে থাকেন তাহলে অনেক সময় ফিচার কাজ করা
বন্ধ করে দেয় আবার এ জন্য Instagram ক্রাশ করতে পারে।
Instagram কি ঠিক হয়ে যায় মোবাইল রিসোর্ট দিলে
মোবাইল রিসোর্ট মানে হল ফোনের অস্থায়ী ত্রুটি, ব্যাকগ্রাউন্, রেম রিফ্রেশ
করাকে বোঝায়। কোন একটি ডিভাইসে সাধারণত কোন অ্যাপ চলে যদি সেটিকে আবার বন্ধ
করে যদি আবার খুলে সকল অ্যাপ এ ঢুকতে হয় এতে করে আপনার ডিভাইস নতুন করে পুনরায়
কাজ করা শুরু করে। ঠিক একই রকম ভাবে ইনস্টাগ্রাম ও নতুন করে কাজ করা
শুরু করে।
তবে প্রত্যেকটি অ্যাপ এই নতুন ভাবে কাজ করা শুরু করে না কিছু কিছু অ্যাপ এ সমস্যা
হয়। মোবাইল রিস্টার্ট দেয়ার পর যেসব অ্যাপগুলো ঠিক হতে পারে যেমন
Instagram সহ অন্যান্য অ্যাপ সেগুলো হল।যদি আপনার ডিভাইসে র্যাম বেশি চাপের
মধ্যে থাকলে, একসাথে অনেকগুলো অ্যাপ চললে Instagram ক্রস করতে পারে এছাড়া
ব্যাকগ্রাউন্ড Instagram যদি আটকে থাকে কিংবা হ্যাং করে সে
ক্ষেত্রে, ডিভাইসে অস্থায়ী কোন গ্লিচ থাকলে ও হতে পারে।
তবে সব ক্ষেত্রে আপনার ডিভাইস রিসোর্ট দিলেই সমস্যার সমাধান হবে না। কারণ আপনার অ্যাপে যদি কোন বাঘ থাকে কিংবা Instagram আপডেট না দেয়া থাকে তাহলে এই ক্ষেত্রে রিসোর্ট দিয়ে কোন লাভ হবে না। এজন্য আপনাকে আপনার ডিভাইসে ইনস্টাগ্রাম আপডেট করতে হবে এবং কোন বাঘ আছে কিনা সেটি চেক করে দেখতে হবে।
Instagram ক্রাশ সমস্যা সমাধান করার উপায়
এই সেকশনে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে ইনস্টাগ্রাম কেন ক্রাশ হচ্ছে
এর সমস্যা সমাধান ও Instagram ক্লিয়ার করার সহজ উপায়গুলো সম্পর্কে।
ইনস্টাগ্রামে নানা ধরনের আপডেট আসার কারণে ইনস্টাগ্রাম ক্রাশ হয়। এখন আপনি
আপনার ডিভাইসে ইনস্টাগ্রাম কেন ক্রাশ হচ্ছে সেই সম্পর্কে জানেন না। এবং এটি
নিয়ে দুশ্চিন্তায় আছেন। এছাড়াও আপনার ফোনে যদি বিভিন্ন সমস্যা থাকে সে
কারণেও ইনস্টাগ্রাম হ্যাং কিংবা কাজ করতে পারে।
Instagram শুধু আপডেট না করার কারণে ক্রাশ করে না এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে
Instagram ক্রাশ করার। আবার আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ভুল ভাবে
ব্যবহার করে থাকেন সে কারণে অনেক সময় সমস্যা বা ক্রাশ করে।আলোচনা করা যাক
বাংলাদেশের Instagram এর সমস্যা ও ক্রাশ কেন হয় সে সম্পর্কে। ইতিমধ্যে
আপনারা কিছু ধারনা পেয়েছে আরো বিস্তারিত জানতে আর্টিকেলটি পুরো মনোযোগ সহকারে
পড়তে থাকুন।
বাংলাদেশ আপনারা যারা Instagram ব্যবহার করেন তাদেরকে প্রথমত Instagram ভালোভাবে আপডেট দিতে হবে ও সঠিকভাবে ইউজ করতে হবে যদি আপনার Instagram এর সমস্যার সমাধান পেতে চান।আপনি যদি ইনস্টাগ্রাম সঠিকভাবে ইউজ না করতে জানেন তাহলে অনেক সমস্যা হবে এবং এটি ক্রাশ করবে। অনেক সময় আবার আপনার ডিভাইসে বা ফোনে যদি কোন সমস্যা থাকে সে ক্ষেত্রে ক্রাশ করে Instagram।
তবে আসুন জেনে নেয়া যাক Instagram ক্রাশ এর সমস্যা সমাধান। Instagram এর
সমাধানের জন্য প্রথমে ক্লিয়ার ডাটা করে নিতে হবে আপনার ইনস্টাগ্রাম app কে। ও
ক্লিয়ার ডাটা করা হয়ে গেলে আপনার Instagram অ্যাপটি গুগল প্লে তে গিয়ে আপডেট
করে নিতে হবে। তো এভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ক্রাশ হওয়ার হাত থেকে
বাঁচাতে পারেন।
এখন আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি পুরোপুরি ভাবে ক্লিয়ার ডাটা করার পরে আপনি যদি
চান তাহলে আবার নতুন করে গুগল প্লে স্টোর থেকে আবার ইনস্টাগ্রাম অ্যাপটি ইন্সটল
কিংবা ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপডেট করতে পারেন ক্লিয়ার ডাটা করে।
আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট করা ও ইন্সটল করে ডাউনলোড করেন। তাহলে
আপনাকে আবার এই অ্যাপটিতে ঢুকতে গেলে নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে
হবে।
আপনি যদি নতুন করে ইনস্টাগ্রাম লগইন করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম এর ক্রাশ
সমস্যা সমাধান হয়ে যাবে। এবার অ্যাপটি যদি আপনি প্রবেশ করেন তাহলে আর ক্রাশের
সমস্যা হবে না। তাহলে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি আপনার ইনস্টাগ্রাম এর
সমস্যা ও ক্রাশ থেকে কিভাবে রক্ষা পাবেন।
সহজ উপায়ে ক্লিয়ার করুন ইনস্টাগ্রাম ক্রাশ
Instagram এর ক্রাশ সমস্যা সমাধান ও Instagram এর ক্রাশ ক্লিয়ার এর সহজ উপায়।
আপনি আজকে আপনার ইনস্টাগ্রাম এর ক্রাশ কিভাবে ক্লিয়ার করবেন ও এর সমস্যা হলে
কিভাবে সমাধান করবেন সবকিছু এই আর্টিকেলটিতে বিস্তারিত দিয়ে দিব এবং এই
আর্টিকেলটি পড়ে আপনি আপনার Instagram ক্রাশ এর সমস্যা সমাধান করতে
পারবেন।
সহজ উপায়ে ইনস্টাগ্রাম এর ক্রাশ ক্লিয়ার করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে Instagram অ্যাপটি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করে ধরে রাখুন। এবং আঙ্গুল দিয়ে ক্লিক করার ফলে ওখানে দেখবেন একটি লিখা আসছে এপ ইনটু ক্লিক বলে। এরপরে এই অ্যাপ ইনটু লিখার উপর ক্লিক করুন।এবার স্টোরেজ নামে একটি অপশন আসবে আপনার সামনে সেটিতে ক্লিক করুন।স্টোরেজে ক্লিক করার পরে আরো দুটো অপশন আসবে আপনার সামনে।
এই অপশন দুটোতে এখন লিখা থাকবে ক্লিয়ার সেছ ও ক্লিয়ার স্টোরেজ এখানে আপনাকে দুটোতেই ক্লিক করতে হবে। এখন আপনি আপনার ফোনের google play store এ গিয়ে Instagram অ্যাপটি আপডেট দিয়ে নিন। তারপর আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন Instagram app লিখে।সার্চ দেওয়ার পর ওখানে Instagram app চলে আসবে এবং ইন্সটল করার অপশন থাকবে। এবার ইন্সটল করার অপশনে ক্লিক করলে আপডেট লেখা আসবে এবং আপনি আপডেট এ ক্লিক করে শুধু আপডেট করে নিন।
তারপর আপডেট করা হয়ে গেলে আপনি আপনার ফোনে প্রথমবার যেভাবে Instagram অ্যাপটি লগইন করেছিলেন, ঠিক সেভাবে আবার আপনি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি লগইন করুন। এখন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ এ প্রবেশ করে দেখুন, তাহলে দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ এর ক্রাশ সমস্যা সমাধান হয়ে গেছে।এখন সমাধান হয়ে যাওয়ার পরেও যদি আবারও আপনার Instagram অ্যাপটি ক্রাশ করে।
তাহলে আপনি আবারও উপরের নিয়ম অনুযায়ী পদ্ধতি কিংবা উপায় ব্যবহার করবেন তাহলে দেখবেন সমাধান হয়ে গেছে।এই ক্রাশ বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে হচ্ছে। আর হওয়ার কারণ ইনস্টাগ্রাম আপডেট না করা। এজন্য Instagram ক্রাশের সমস্যা সমাধান আমি আপনাকে বলে দিয়েছি।
এখন আপনার ইনস্টাগ্রামঅ্যাপ এ যদি আবার পরবর্তীতে সমস্যা দেখা দেয় তাহলে আপনি একই নিয়ম অনুযায়ী আপনার Instagram ক্রাশ সমস্যা ঠেকাতে পারবেন কিংবা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন।
Instagram স্লো চলার কারণ ও সমাধান
বর্তমানেএখন Instagram স্লো চালার কারণ ও সমাধান সম্পর্কে জানতে চান। তাহলে আসুন আমি আপনাদের এই কারণ সম্পর্কে বিস্তারিত জানাবো। এখন আসুন আমাদের কাছে বর্তমানে Instagram app অনেক একটি জনপ্রিয় হয়ে উঠেছে তাই কম বেশি সবাই আমরা এই অ্যাপটি ব্যবহার করি। এবং এই জনপ্রিয় হওয়ার কারণেই আপনাদের অনেকের কাছে ফোন আছে কিন্তু যখন আপনারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তখন অনেক স্লো চলে। এখন আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম চলার সমাধান সম্পর্কে বিস্তারিত বলবো।
এটা ম্যানুয়ালি কারণ হতে পারে ইনস্টাগ্রাম স্লো চলার আবার হতে পারে যদি Instagram আপডেট হয় তাহলে এছাড়াও যদি আপনার ফোনের সমস্যা থাকে সে কারণবশত ইনস্টাগ্রাম স্লো চলে। তাহলে এখন আমরা আপনার মোবাইলে কি সমস্যা রয়েছে এবং সে সমস্যার কারণে Instagram স্লো চলে সে সম্পর্কে আলোচনা করব।এখানে আমি আপনাকে প্রথমে বলব যে ইনস্টাগ্রাম স্লো চলার কারণ।আপনার ফোন কিংবা ডিভাইসের সমস্যার কারণে বেশিরভাগ সময় কোন ভারী হয়ে যায় কিংবা Instagram স্লো চলে।
এছাড়াও আপনার ফোনের ইস্টোরেজ ৩২ জিবির মধ্যে যদি ২০ জিবি বা ২৫ জিবি স্টোরেজ হয়ে থাকে এবং ওই স্টোরেজ এর ভেতরে আপনার সমস্ত অ্যাপস থাকে বা তার ভেতরে যদি আপনি Instagram অ্যাপস ইন্সটল করে ব্যবহার করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম স্লো চলাটাই স্বাভাবিক। আপনার ফোনে আপনি যদি Instagram অ্যাপ দ্রুত ও ফার্স্ট চালাতে চান। আপনি আপনার ডিভাইসে Instagram অ্যাপস চালানোর জন্য কিংবা আপনার ফোনে এই অ্যাপটি চালাতে চান।
তাহলে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ থাকা প্রয়োজন যদি পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ থাকে তবেই আপনি instagram apps fast ও দ্রুত চালাতে পারবেন। এখন আপনি আপনার ফোনে যদি Instagram অ্যাপটি first চালাতে চান। এজন্য প্রথমে ফোনের স্টোরেজ ক্লিয়ার করে নিতে হবে আপনাকে। তাই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি চালানোর জন্য কিংবা অন্যান্য সকল অ্যাপস ব্যবহার করার জন্য আপনাকে কম করেও ১০ জিবি মতো স্টোরে ফাঁকা রাখতে হবে।
আপনাকে আপনার স্টুডেন্ট ফাঁকা রাখতে হবে এর জন্য যদি কখনো instagram অ্যাপটি
আপডেট হয় এবং অ্যাপের সাইজ বেড়ে যায়। এটি শুধু আপনার ডিভাইসের ক্ষেত্রে
নয় প্রত্যেকটি ডিভাইসে এটি হয় আর শুধু এটি ইনস্টাগ্রাম অ্যাপ এর ক্ষেত্রে
এছাড়াও আপনার ডিভাইসে অন্যান্য যে সকল অ্যাপস রয়েছে সব অ্যাপের ক্ষেত্রেই যখন
আপডেট হয় তখন অনেক সময় সাইজ বেড়ে যায়। এজন্য আপনি যদি আপনার ইনস্টাগ্রাম
ফাস্ট চালাতে চান তাহলে এভারেজে সব সময় ১০ জিবি ফাঁকা রাখতে হবে।
ইনস্টাগ্রাম পারফরমেন্স করার উপায়
আপনার Instsgram ক্রাশ সমস্যা সমাধান ও Instagram performance কিভাবে বাড়াবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি আপনাদের এই সেকশনে। তাই আপনি যদি ইনস্টাগ্রাম পারফর্মেন্স করতে চান তাহলে আর্টিকেলটি পুরো মনোযোগ দিয়ে পড়ুন। বাংলাদেশে ইনস্টাগ্রাম মার্কেটে আসার পর আমরা এটিই কমবেশি সবাই ব্যবহার করি। এছাড়াও একটা গ্রাম যখন প্রথম মার্কেটে আসে তারপর থেকেই আস্তে আস্তে এখন বর্তমানে Instagram এর জনপ্রিয় তা অনেক বেশি হারে দিন দিন বেড়ে চলেছে।
ইনস্টাগ্রামে রয়েছে প্রায় ১০০০ মিলিয়ন প্লাস এই অ্যাপটির মাসিক ইউজার। এছাড়াও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই অ্যাপটিতে প্রতিদিন ৯০ থেকে ১০০ মিলিয়ন মানুষ পোস্ট করে। এবং একটি পোস্টে লাইক পড়ে প্রায় ৩.৪ বিলিয়ন মানুষের। এই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে instagram app-বিশ্বে কতটা জনপ্রিয়তা লাভ করেছে। তাই আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম পারফরমেন্স ভালো করার জন্য। তাহলে আপনাকে এখানে নিয়মিত কনটেন্ট পোস্ট করতে হবে।
এছাড়াও আপনাকে ইনস্টাগ্রাম পারফরম্যান্স করার জন্য আরও অনেক কিছু বিষয় জানতে
হবে। যেমন ভালোভাবে ভিডিও এডিটিং, যেকোনো ফটো এডিটিং করা জানতে হবে। এর কারণ
হচ্ছে আপনি যদি ঠিকমতো ফটো ইডিট বা ভিডিও এডিট করা না জানেন, তাহলে আপনি যখন ছবি
কিংবা কনটেন্ট পোস্ট করবেন তখন আপনার ছবি বা কনটেন্ট ভালো হবে না সেই কারণে আপনি
কোন রিএকশন বা ভিউ পাবেন না।
তাই আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম পারফরমেন্স বাড়াতে তাহলে আপনাকে প্রথমে
ভিডিও এডি ট বা ফটো এডিট ভালোভাবে জানতে হবে। আর আপনি যদি ভালোভাবে করতে
পারেন এডিটিং তাহলে আপনার পোস্ট ও কনটেন্ট সুন্দর হবে। তাই আপনার পোস্ট ও
কনটেন্ট সুন্দর ও ভালো যদি হয় তাহলে আপনার ইনস্টাগ্রাম পারফরম্যান্স বাড়বে।
অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম এর ক্রাশ ক্লিয়ার করার উপায়
এখন বিস্তারিত আলোচনা করব আপনার এন্ড্রয়েড ফোনে Instagram ক্রাশ ক্লিয়ার কিভাবে করবেন ও ইনস্টাগ্রাম এর সমস্যা সমাধান ও কিভাবে করা যায় সে সম্পর্কে । এতক্ষণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা উপরের বিষয়গুলোতে একটি সাধারণ ফোনে কিভাবে Instagram এর ক্রাশ ক্লিয়ার করবেন সেই সম্পর্কে। আপনি কি এন্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম ক্লাস ক্লিয়ার করার উপায় জানতে চান।
এন্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম এর ক্রাশ ক্লিয়ার করা অনেক সহজ যদি আপনি কিছু সেটিং
জেনে থাকেন। এই পোষ্টের উপরের সেকশন গুলি যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন তাহলে
নিচে এতক্ষন জেনে গেছেন যে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম এর ক্রাশ ও Instagram
সমস্যা সমাধান কিভাবে করবে। যদি না বুঝে থাকেন তাহলে এখন আপনাদেরকে আমি আবার বলে
দিচ্ছি যে Instagram ক্রাশ ক্লিয়ার কিভাবে করবেন।
আপনি আপনার ফোনে প্রথমে ইনস্টাগ্রাম ক্লিয়ার ডাটা করে নিবেন। ও Instagram ক্লিয়ার ডাটা করা হয়ে গেলে এবার আপনি ইনস্টাগ্রাম অ্যাপটি নতুন করে আপডেট দিয়ে নিন। এবার নতুন করে আপডেট দেয়া হয়ে গেলে আপনি আপনার ফোনে অথবা ডিভাইসে নতুন করে নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন। আর নতুন করে লগইন করা হয়ে গেলে ইনস্টাগ্রাম এর ক্রাশ ক্লিয়ার করা হয়ে যাবে।
ইনস্টাগ্রাম হ্যাং করার সমাধান জেনে নিন
-
আপনি যদি ওল্ড ভার্সনের ইনস্টাগ্রাম ব্যবহার করেন সে ক্ষেত্রে হ্যাং করতে
পারে।
- এছাড়াও অধিক পরিমাণে ক্র্যাশ যদি জমা হয়ে থাকে।
-
আপনার ফোনে যদি একাধিক পরিমাণে অ্যাপস ইন্সটল করে রাখেন সে ক্ষেত্রেও হতে
পারে।
- এবং দুইটি অ্যাপস একসঙ্গে ব্যবহার করলে।
- আপনার ram যদি অনেক কম হয় ফোনের।
Instagram কি কি কারণে হ্যাং করে আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। আরো
অনেক কারণ রয়েছে ইনস্টাগ্রাম হ্যাং করার এখানে আমি আপনাদেরকে পাঁচটি কারণ বলেছি।
আপনি আপনার যদি ডিভাইস অনুযায়ী অধিক পরিমাণে জ্যাম বেশি করে থাকেন সেক্ষেত্রেও
আপনার instagram হ্যাং করতে পারে।
লেখকের শেষ কথাঃ ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ১০ টি উপায়
ইনস্টাগ্রাম ক্রাশ ঠিক করার ১০ টি উপায় সম্পর্কে বিস্তারিত এতক্ষণ উপরোক্ত
বিষয়গুলোতে আলোচনা করা হয়েছে। Instagram এর ক্রাশ কেন হয় কি কারনে হয়
এবং কয়টি কারণ রয়েছে কি কি উপায়ে ঠিক করবেন সেই সবকিছু এই আর্টিকেলটিতে দেওয়া
হয়েছে তাই আশা করি আপনারা পরবর্তীতে যদি Instagram ক্রাশ হয় তাহলে আপনারা নিজে
নিজেই ঠিক করে নিতে পারবেন।
আপনারা উপরের সেকশনগুলোতে জানতে পেরেছেন স্টেপ বাই স্টেপ কিভাবে ইনস্টাগ্রাম এর
কাজ ঠিক করবেন সে সম্পর্কে। এখন বর্তমানে বাংলাদেশে আমাদের Instagram এ তেমন কোন
সমস্যা আমার জানামতে নেই। এখন যদি আপনি ওপরের সেকশনগুলো না পড়ে নিজে শেষ কথা
পড়েন তাহলে আপনি ইনস্টাগ্রাম কেন ক্রাশ হয় এবং এর সমাধান কি সে সম্পর্কে কিছুই
বুঝতে পারবেন না তাই উপরের সেকশনগুলো বিস্তারিত পড়ে নিন তাহলে সবকিছু ক্লিয়ার
হয়ে যাবে।
ঊর্মি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url