উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ ও সমাধান

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বরাবার বন্ধ হওয়ার কারণ ও এই সমস্যার সমাধানের জন্য এই আর্টিকেলটিতে দশটি নির্দেশিকা উল্লেখ করছি । হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণে ইন্টারনেট ব্যবহারে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়।

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট


সক্রিয়ভাবে ব্যবহারকারী যখন পিসি ব্যবহার করছেন তখন উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট সংক্রিয়ভাবে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনিও কি এই সমস্যায় পড়েছেন তাহলে ঠিক জায়গাতে এসেছে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। 

 পেজ সূচিপত্রঃ

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার কারণ  

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট একটি শেয়ারিং নেটওয়ার্ক সিস্টেম। এই হটস্পটে থাকা ফিচারটি একটি মূলত সফটওয়্যার সিস্টেম। এটি ওয়ারলেস ভাবে শেয়ার করতে হয় মোবাইল হটস্পট বা ওয়াইফাই ব্যবহার করে অন্য ডিভাইসের সাথে। আর ভার্চুয়াল এডাপটার অন্য ডিভাইসকে সংযুক্ত দেয়। আপনার মোবাইল হটস্পট যখন চালু করেন তখন আপনার পিসি ভার্চুয়াল রাউটার হিসেবে কাজ করে। 

আপনার হটস্পট ঠিকঠাক ভাবে চালু রাখতে চাইলে প্রথমে নেটওয়ার্ক ও পাওয়ার সেটিং ঠিকভাবে রাখতে হবে। তাই এটি ঠিক রাখতে চাইলে এনক্রিপশন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করে নিতে হবে। মোবাইল হটস্পট ফিচারে কাজ করতে চাইলে, এখানে কিছু উইন্ডোজ ফিচার সার্ভিস চালু রাখতে হয়। ব্যাকগ্রাউন্ডে। মোবাইল হটস্পট কাজ না করতে পারে যদি আপনার এডাপ্টার কনফিগার সঠিকভাবে কাজ না করে তাহলে। এদিকে হোস্টেড নেটওয়ার্ক বলা হয়।

আরো পড়ুনঃ মোবাইল ফোন ব্যবহারের গুরুত্বপূর্ণ ১৫টি বিষয়

এছাড়া হস্পট কাজ না করলে windows 10 নিজেই একটি ভার্চুয়াল এডাপ্টার ওয়াইফাই তৈরি করে। এবং আপনার ক্লায়েন্টের ডিভাইসে ডাটা রিডারেক্ট করে দেয় মুল ওয়াইফাই। আপনি আপনার মোবাইল ডাটা উইন্ডোজ ১০ হটস্পট ফিচার দিয়ে ওয়াইফাই অন্য ডিভাইসে শেয়ার করতে পারবেন। আপনার যখন মোবাইল ডাটা প্রয়োজন কিংবা রাউটার কাজ করছে না বিশেষ করে তখন এই ফিচারটি অনেক কার্যকরী।   

তবে এখানে কিছু সমস্যার রয়েছে অনেক সময় মোবাইল ব্রডব্যান্ড থেকে ল্যাপটপে কিছু ড্রাইভার ইস্যুর কারণে শেয়ার করা যায় না। এই সমস্যার কারণে মোবাইল হটস্পট থেকে এই অপশনটি চালু করে রাখতে হয় এই ফিচারটি Windows Settings >Network & Internet >Mobile Hotspot. আপনার মোবাইল হটস্পট আপনি যখন চালু করেন উইন্ডোজ তখন আপনাকে একটি SSID ও এক ধরনের পাসওয়ার্ড তৈরি করে দেয়।

আপনি যদি চান তাহলে আপনার এই পাসওয়ার্ড কাস্টমাইজ করে নিতে পারেন কিংবা পরিবর্তন করতে পারেন। এরপর সেই এসএসডি তে কানেক্ট হয়ে বিভিন্ন ডিভাইস যেমন ল্যাপটপ, পিসি, স্মার্টফোন, ট্যাবলেটে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এটি সাধারণত একসঙ্গে সংযুক্ত থাকতে পারে ৮ টি ডিভাইসের সাথে। আপনার মূল ইন্টারনেটের স্পিড এবং আপনার ল্যাপটপে হার্ডওয়ারের ওপর নির্ভর করে সংযোগের গতি।

কেন হটস্পট বারবার বন্ধ হয়ে যায়

যাই হোক উইন্ডোস ১০ মোবাইল হটস্পট ব্যবহারকারীরা অদ্ভুত সমস্যায় পড়ছেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই ফিচার নিরাপদ হলেও এটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় অনেক সময় আবার পারফেক্টভাবে কাজ করে না এছাড়া অন্য কোন ডিভাইসে গেলে কানেক্ট হতে পারেনা, উইন্ডোজ হস্পট স্লিপ মুডে গেলে বন্ধ হয়ে যায়। আবার কমজেনশন হাই পাওয়ার থাকাই ব্যাটারির ওপর প্রভাব পড়ে।

এর জন্য এ ফিচারটি ব্যবহারের সময় সামঞ্জস্য করে নিতে হবে পাওয়ার ও নেটওয়ার্ক সেটিং এই ফিচারটি প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই উচিত। উইন্ডোজ টেনে রয়েছে একটি পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, যা একটি সময় পরপর বন্ধ করে দেয় অব ব্যবহৃত ফিচার। অনেক সময় ব্যাটারি বাঁচানোর জন্য উইন্ডোজ হস্পট নিজে বন্ধ করে দেয় ল্যাপটপ বা পিসিতে ।

আপনার মোবাইল হস্পট কখন কাজ করে না? দেখবেন আপনার যখন windows 10 এর বিভিন্ন রকম আপডেট হয় যার ফলে এটি নেটওয়ার্ক সেটিং এর উপর প্রভাব ফেলে বিশেষ করে যখন বড় ধরনের আপডেট হয়, তখন দেখা যায় যে মোবাইল হটস্পট ফিচারটি ঠিকঠাকভাবে কাজ করছে না। হস্পট চালু হওয়ার পর কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যাওয়ার কারণ, অনেক সময় আপডেট এ কিছু বাদ থাকতে পারে সে কারণে নেটওয়ার্ক সমস্যা সৃষ্টি হয় এজন্য হস্পট চালু হওয়ার পর বন্ধ হয়ে যেতে পারে।

এজন্য উইন্ডোজ ১০ আপডেট এরপর কিছুদিন সময় দিলে এটি তখন ঠিকঠাকভাবে কাজ করে। পাসপোর্ট অনেক সময় বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় নেটওয়ার্ক এডাপটার ও ড্রাইভার এর সমস্যার জন্য। আপনার ব্যবহৃত নেটওয়ার্ক যদি ল্যাপটপ বা ডেস্কটপে পুরনো হয় ইন্সটল করা যদি সঠিকভাবে না থাকে তাহলে সে কারণে ঠিকঠাক ভাবে কাজ করতে পারি না হস্পটটি। হস্পটটি টিকে থাকতে পারে না এজন্য অনেক সময়, ভার্চুয়াল নেটওয়ার্ক এডাপ্টার ডিজেবল হয়ে যাই।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার ১০টি উপকারিতা

ফলের টিকে থাকতে পারে না হটস্পটটি এর কারনে সমস্যার সমাধান ড্রাইভার আপডেট করা কিংবা পুনরায় নতুন করে ইন্সটল করা প্রয়োজন পড়ে। অনেক সময় মোবাইল হটস্পট্টি ঠিকঠাক ভাবে চালু রাখতে গেলে নির্দিষ্ট উইন্ডোজ সার্ভিস যেমন ইন্টারনেট কানেক্টর শেয়ারিং ও মোবাইল হটস্পট সার্ভিস চালু রাখতে হয়। কোন কারণবশত যদি এগুলো সেটআপ থেকে বন্ধ হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় বা hotspot থেকে চালু হলেও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়।

এমন সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক কারণ আপনি যদি আপনার কনফিগার সার্ভিস না রাখেন তাহলে তাই এ সকল সমস্যা এড়াতে ভালোভাবে চেক করে রাখতে হবে এসব সেটিং। আপনার অপ্রত্যাশিতভাবে ল্যাপটপ বা পিসিতে হস্পট চালু রাখতে এবং বন্ধ হয়ে যাওয়া এড়াতে আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করুন।

সমস্যার সমাধান পাওয়ার সেটিং পরিবর্তন করে

আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় উইন্ডোজ ১০ এর মোবাইল হটস্পট চালু রাখলেও। এটি ঘটে সাধারণত পাওয়ার সেভার মোড, নেটওয়ার্ক ড্রাইভার সমস্যা কিংবা ভুল কনফিগারেশনের কারণে। এর কারণে ইন্টারনেট শেয়ারিংয়ে বাধা তৈরি হয়, সঠিক সমাধান না জানা থাকলে এটি বারবার বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যার প্রধান কারণ হলো কম্পিউটার পাওয়ার সেভিং মোড অন রাখে।

এবং শক্তি বাঁচানোর জন্য সে কিছু ডিভাইস বন্ধ করে দেয় যখন দেখবে কাজও হচ্ছে না তখন। যার কারনে এই সমস্যাটি বারবার দেখা যায় এর মধ্যে ওয়াইফাই এডাপ্টার পড়ে যায়, তাই আপনার সমস্যার সমাধানে পরিবর্তন করা প্রয়োজন। পাওয়ার সেভিংস সেটিং বন্ধ করার জন্য প্রথমে কন্ট্রোল প্যানেলে গিয়ে পাওয়ার অপশন করুন তারপর এটি চালু আছে কিনা দেখেন যদি চালু না থাকে তাহলে এটি চালু করুন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় টমেটো খাওয়ার ১০টি উপকারিতা

এবার চেঞ্জ পাওয়ার সেটিং এ ক্লিক করুন ও ওয়ারলেস এডাপ্টার সেটিং থেকে পাওয়ার সেটিং মোড এরপর ম্যাক্সিমাম পারফরম্যান্স এ ক্লিক করুন এতে করে আর কখনো উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হবে না। এইসব সেটিংপরিবর্তনের জন্য আপনি যখন আপনার মোবাইল হটস্পট চালু করবেন যখন তখন নিজে থেকে আর কখনো বন্ধ হবে না। বিশেষ করে যারা ইন্টারনেট শেয়ার করেন তাদের জন্য এটি খুব কার্যকরী পদ্ধতি। এজন্য আপনার পিসি বা ল্যাপটপে দীর্ঘ সময় ধরে হটস্পট চালু রাখতে পারবেন।

পরিশেষে লেখকের  মতামত উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট 

এটিএকটি কার্যকরী ফিচার উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট, যা খুব সহজেই ইন্টারনেট শেয়ার করার জন্য সুযোগ করে দেয় ডেক্সটপ অথবা ল্যাপটপে। তবে কিছু ব্যবহারকারীর উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট নিয়ে অভিযোগ করেন যে এটি ঠিকমতো কাজ করে না বা বন্ধ হয়ে যায়। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে যেমন অ্যান্টিভাইরাস এর সমস্যা, নেটওয়ার্ক এডাপ্টার এর সমস্যা বা পাওয়ার সেভার মোডের বাধা। 

কিছু ক্ষেত্রে অনেক সময় উইন্ডোজ আপডেটের পর আবার এই সমস্যাগুলি দেখা দিতে পারে, আর এজন্যই কিছু ব্যবহারকারী অনেক বিরক্তি বোধ করে। পরিশেষে আমার মতে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করা উচিত windows 10 মোবাইল হটস্পট বরাবর বন্ধ হওয়া সমাধানের জন্য। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঊর্মি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url